নওগাঁর ধামইরহাটে ওয়ার্ড কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বেলা ১১ টায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে ও সুইজারল্যান্ডের অর্থায়নে এবং ওয়াটার এইড বাংলাদেশ ও সুইচকন্ট্যাক্ট বাংলাদেশের সহযোগিতায় ধামইরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডে ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) এ টি এম ফসিউল আলম। অনুষ্ঠানে ওয়ার্ডের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে করনীয় বিষয়ে আলোচনায় অংশ নেন পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, ওয়ার্ড কমিটির সদস্যসচিব ও উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুস সালাম, ইএসডিওর সমন্বয়কারী মোঃ রেদওয়ানুর রহমান, আউটরিচ মোবিলাইজেশন কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন, পেশাজীবি সদস্য বদিউল আলম, সুশীল সমাজের নাগরিক আব্দুল মান্নান, দরিদ্র নাগর দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি মোছাঃ শারমীন আক্তার প্রমুখ।