পিরোজপুরের ইন্দুরকানীতে সুপারি পাড়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে কালাইয়া গ্রামের জীবন ভক্তের ছেলে খোকন ভক্ত( ৩৭)গুরুতর আহত হয়। বৃহস্পতিবার (২৩অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, খোকন ভক্ত তার নিজস্ব বাগানের সীমানার মধ্যে সুপারি পাড়ছিলেন। এ সময় একই এলাকার রামচন্দ্র ব্যাপারীর ও তার ছেলে হৃদয় ব্যাপারী
সুপারি গাছ নিজের দাবি করে পাড়তে নিষেধ করেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হলে উত্তেজিত হয়ে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে এতে জীবন ভক্তের ছেলে খোকন ভক্ত আহত হয়ে ইন্দুরকানি সদর হসপিটালে ভর্তি হন। অপরদিকে রামচন্দ্র বেপারী ও তার ছেলে হৃদয় চন্দ্র বেপারী, এবং তার মা সহ তিনজন আহত হন তারা পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি আছেন।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, “বিষয়টি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”