তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নৈতিকতার চর্চা বৃদ্ধির লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় দু'টি হাইস্কুলে দুদকের অর্থায়নে সততা স্টোরের উদ্বোধন করা হয়। আজ (২৩ অক্টোবর) বৃহস্পতিবার পৃথক আয়োজনে স্টোর দু'টির উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আতিকুজ্জামান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব উল আলম।
সকাল সাড়ে দশটায় অষ্টমণিষা হাসিনা-মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং দুপুর একটায় মমতাজ মোস্তফা আইডয়াল স্কুলে এই সততা স্টোর উন্মুক্ত করা হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, প্রধান শিক্ষক মো.আব্দুল হাকিম ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মলয় কুমার দেবসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো.শহীদুল আলম সরকার বলেন,"সততা স্টোরের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নৈতিকতার চর্চা বৃদ্ধি পাবে। এই দোকানগুলোতে কোনো বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীরা পণ্য বাছাই করে দাম দেখে নির্ধারিত বাক্সে টাকা রেখে নিজেদের পছন্দমত শিক্ষা উপকরণ ক্রয় করবে।"