লালপুরে সাড়ে ১৮শ কলা ও লাউ গাছ কেটে ৯ লক্ষ টাকা ক্ষতি

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৫, ০৭:০৪ পিএম
লালপুরে সাড়ে ১৮শ কলা ও লাউ গাছ কেটে ৯ লক্ষ টাকা ক্ষতি

নাটোরের লালপুরে কলাসহ ১৮০০ কলাগাছ ও ৫০টি লাউ গাছ কেটে ৯ লক্ষ টাকা ক্ষতি করেছে দুর্বোত্তরা। উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কাজীপাড়া (বালি পুকুর পাড়) এলাকায় বুধবার রাতে এঘটনা ঘটে। পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২অক্টোবর) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা লালপুর  উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কাজীপাড়া (বালি পুকুর পাড়) এলাকার সুবাশ আলীর ছেলে মাসুদ রানার (৩০) ৫ বিঘা জমিতে লাগানো ১৮০০টি কলাগাছ ও তার শ্বশুর সোহেল রানার ১ বিঘা জমিতে লাউসহ ৫০টি লাউ গাছ কেটে ৯ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, এটা মানুষের কাজ হতে পারে না, যারা এটা করেছে তারা ওমানুষ । এঘটনায় মাসুদ রানা বাদী হয়ে বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।

এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে এঘটনায় থানা একটি সাধারণ ডায়েরী হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে