জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই তাতে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “জুলাই সনদের স্বাক্ষর করা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি বাস্তবায়নের নিশ্চয়তার সঙ্গে সম্পর্কিত। আইনি ভিত্তি নিশ্চিত না হলে এনসিপি সই করবে না।”
শনিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আখতার জানান, কমিশন তাদের জানিয়েছে যে জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করা হচ্ছে। “এটাকে আমরা অগ্রগতি হিসেবে দেখি। কিন্তু আদেশের বক্তব্য, টেক্সট বা কার্যকারিতা সম্পর্কে এখনও আমাদের কাছে কিছু উপস্থাপন করা হয়নি,” বলেন এনসিপি নেতা।
আখতার হোসেন আরও বলেন, “আমরা চাই জুলাই সনদ যেন কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে কেবল কাগুজে দলিলে পরিণত না হয়। এটি জাতির জন্য একটি আইনি ভিত্তিসম্পন্ন বাস্তব চুক্তি হতে হবে।” তিনি দাবি করেন, সনদ বাস্তবায়নের আদেশের খসড়া প্রকাশ ও এর পরিধি স্পষ্ট করতে হবে, এরপরই এনসিপি চূড়ান্তভাবে স্বাক্ষরের সিদ্ধান্ত নেবে।
এনসিপি নেতা বলেন, “অনেক দল জুলাই সনদে সই করলেও তারা দুই দলে বিভক্ত। একদল সনদটিকে মুছে দেওয়ার সুযোগ খুঁজছে, আরেকদল এর বাস্তবায়ন ভেস্তে দিতে চাইছে। আমরা মনে করি, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নই এই রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।”
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ড. আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরা। এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর হয়। সংলাপে থাকা ৩০ দলের মধ্যে ২৫টি সই করলেও বাস্তবায়নের আইনি ভিত্তি না পাওয়ায় এনসিপি সই করেনি।