আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভুবনমোহন কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার বিকালে বুধহাটা কলেজিয়েট স্কুল ছাত্রদল এ কর্মসূচি পালন করে।
"সবুজে ঘেরা, প্রাণে ভরা বাংলাদেশ”গড়ে তোলার লক্ষ্যে কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মহিত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক মোঃ কবির আহমেদ ঢালী, কলেজিয়েট স্কুল ছাত্রদলের সভাপতি মোঃ রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক আদনান হোসেন, সদস্য হাসিবুর রহমান, লিমন হোসেন, তৌফিকুর রহমান, সবুজ হোসেন, আলী মুর্তজা, মোহন মণ্ডল, প্রান্ত রায়, আবু মুসা, ফাহিম হোসেন, মুকুল হোসেন প্রমুখ। আনুষ্ঠানিক ভাবে গাছ রোপন করে বৃক্ষরোপণ অভিযান ২০২৫ এর শুভ সূচনা করেন।
বক্তাগণ বলেন, “বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি মানুষ যদি অন্তত একটি গাছ রোপণ করে এবং তা যত্নসহকারে লালন করে, তবে পৃথিবী আরও সুন্দর ও বসবাসযোগ্য হয়ে উঠবে।”
অধ্যক্ষ মহিত কুমার দাস তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“গাছ লাগানো শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি একটি মানবিক কর্তব্য। আগামী প্রজন্মের জন্য এখন থেকেই আমাদের সবুজ পৃথিবী তৈরি করতে হবে।”