ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ১১:২৪ এএম
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াও চলতি সপ্তাহের মধ্যেই শেষ করার কথা জানিয়েছে কমিশন।  

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল, সেটিও করা হয়েছে। সোমবার সকালে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে।”  

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, “দল নিবন্ধনের বিষয়ে অগ্রগতি নিয়ে মাঠ পর্যায় থেকে কিছু বাড়তি তথ্য এসেছে। এটি পর্যালোচনা চলছে। এ সপ্তাহের মধ্যেই শেষ করে দেব, কারণ আমাদেরও একটা দায় আছে, তাগিদও আছে।”  

জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, “প্রতীকের ব্যাপারটি পরে জানাব।”  

ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ভোটকেন্দ্রের তালিকা ২০ অক্টোবরের মধ্যে প্রকাশ হওয়ার কথা ছিল। তবে কিছু প্রশাসনিক ও প্রক্রিয়াগত সংশোধনের কারণে তারিখ পিছিয়ে সোমবার নির্ধারণ করা হয়েছে। সচিব বলেন, “সব কিছু শতভাগ নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী করা সম্ভব হয় না। কিছু বিষয় আগে শেষ হয়েছে, কিছু বিষয়ে অপেক্ষা করতে হয়েছে, আবার কিছু বিষয়ে আরও কিছুটা সময় লাগতে পারে। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।”  

গত শনিবার রাতে আগারগাঁও নির্বাচন ভবনের দক্ষিণ পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় কমিশন মামলা করবে কি না জানতে চাইলে তিনি জানান, “পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে। প্রয়োজনে ইসি মামলা করবে।”  

বিএনপি থেকে আরপিও সংশোধন নিয়ে চিঠি পাওয়ার বিষয়েও সচিব বলেন, “কমিশন চিঠিটি পেয়েছে, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”  

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নির্বাচন প্রস্তুতি, প্রবাসী ভোটার নিবন্ধন, প্রযুক্তির ব্যবহার ও নির্বাচনী নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে