সরাইলে ওরসে জুয়া, দুই জনের কারাদন্ড

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৫ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
সরাইলে ওরসে জুয়া, দুই জনের কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ওরসে জুয়া ও অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত সেমবার রাতে উপজেলার শাহবাজপুর গ্রামে দর্গাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। সেখানে রাতেই অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন কারাদন্ড দেওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে স্বস্থ্যি ফিরে এসেছে। 

ইউএনও’র দফতর ও পুলিশ জানায়, শাহবাজপুরের দর্গাপাড়া এলাকায় গত সোমবার তিবাগত রাত ৯ টার দিকে একটি মাজারে উরস চলছিল। এ সময় কিছু লোক পাশেই জুয়া খেলছিলেন। জুয়া খেলতে ও দেখতে সেখানে অনেক লোকের সমাগম হচ্ছে। এক সময় জুয়ারিরা সেখানে গণ উপদ্রবের পরিবেশ সৃষ্টি করেন। এতে বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করে। অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন ইউএনও ও ওসি। অভিযানকালে তারা শাহবাজপুর আমিন পাড়ার আজদু মিয়ার ছেলে ধনু মিয়া (৪১) ও একই গ্রামের মজানের ছেলে সাদ্দামকে (২৪) হাতেনাতে ধরে আটক করে পুলিশ। আটকের পর কৃত অপরাধ শিকার করায় ভ্রাম্যমান আদালতের সহায়তায় ওই দুই ব্যক্তির প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওরসকে কেন্দ্র করে কিছু লোক সেখানে জুয়াসহ কিছু অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এই অবন্থায় স্থানীয় কিছু লোক জেলা ও উপজেলায় অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে আজকের এই ভ্রাম্যমান আদালত।

 


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে