বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইন্দুরকানী উপজেলা যুবদল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের স্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং যুবদল নেতা কে. এম. শামিম রেজার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান মোস্তান, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আব্দুল্লাহ মোহাম্মদ সোহেল, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী হাং, বালিপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইমুন আহমেদ ও শাহিন ফরাজী, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বরকত উল্লাহ খান প্রমুখ।
আলোচনা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।