নালিতাবাড়ীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ৩০ অক্টোবর, ২০২৫, ০১:২২ পিএম | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০১:২২ পিএম
নালিতাবাড়ীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শেরপুরের নালিতাবাড়ীতে গাঁজাসহ আনোয়ার হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তারা। বুধবার (২৯ অক্টোবর)  উপজেলার বাঘবেড় ইউনিয়নের খড়িয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আনোয়ার হোসেন ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলার খড়িয়াপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় তল্লাশী চালিয়ে আনোয়ার হোসেনের হেফাজতে থাকা ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার মাদক কারবারি আনোয়ার হোসেনকে বুধবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে