ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’: এনসিপি কি গ্রহণ করবেন?

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০৫:১৮ পিএম
ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’: এনসিপি কি গ্রহণ করবেন?

নতুন প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

ইসি সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার এই গেজেট প্রকাশ করেন।

গেজেটে অনুযায়ী, আর্টিকেল ৯৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর আলোকে তফসিলভুক্ত প্রতীকের তালিকায় ১০২ নম্বরে ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা হয়েছে। একই সঙ্গে শাপলা কলিসহ ইসির তালিকায় আরও তিনটি নতুন প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে। এখন সব মিলিয়ে প্রতীকের সংখ্যা হলো ১১৯টি।

এ বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না বলে জানিয়ে আসছিল। এ নিয়ে দলটির শীর্ষ নেতৃত্ব ইসির ওপর ক্ষোভও প্রকাশ করছিল। অবশেষে আগের তালিকায় সংশোধন এনে নতুন তালিকা প্রকাশ করল ইসি। এতে ‘শাপলা কলি’র পাশাপাশি আরও নতুন তিনটি প্রতীক যুক্ত করে মোট ১১৯টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। আগে শাপলা সংশ্লিষ্ট কোনো প্রতীকই ছিল না নির্বাচন পরিচালনা বিধিমালায়।

১১৯টি প্রতীকের মধ্যে ৫৩টি নিবন্ধিত দলের জন্য ৫৩টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। আর বাকিগুলোর মধ্যে কিছু পাবে এনসিপিসহ নতুন নিবন্ধন পাওয়া দল। বাকিগুলো সংরক্ষিত থাকবে স্বতন্ত্র প্রার্থীদের জন্য।

সম্প্রতি নির্বাচন কমিশন থেকে এনসিপিকে নিবন্ধন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে দলটিকে ৫০টি প্রতীক থেকে নিজেদের পছন্দের মার্কা জানাতে বলা হয়। যেখানে বেগুন, বালতিসহ নানা প্রতীক ছিল। দলটি সেই তালিকা বয়কট করে ঘোষণা দেয়, শাপলা এবং শাপলাই হবে এনসিপির প্রতীক। তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না। 

আর ইসি বলছিল, শাপলা প্রতীকের তালিকায় থাকায় তা কোনো দলকে দেওয়া সম্ভব নয়।

আপনার জেলার সংবাদ পড়তে