জামায়াত পথ হারা পাখির মত : হাফিজ ইব্রাহিম

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ১২:২২ পিএম
জামায়াত পথ হারা পাখির মত : হাফিজ ইব্রাহিম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বলেছেন, জামায়াতে ইসলামী পথ হারা পাখির মত একটি দল। ১৯৮৬ সালে আওয়ামী লীগের সাথে তারা এরশাদ সরকারের অধীনে নির্বাচন করেছে। ৮৮ সালেও করেছে। পরে আওয়ামী লীগের সাথে ভাগে বানাবনি না হওয়াতে তারা আমাদের সাথে জোটবন্ধ হয়ে এমপি হয়েছে। আবার ১৯৯৬ সালে আওয়ামী লীগের সাথে বিএনপি'র বিরুদ্ধে আন্দোলনে গিয়ে তিনটি এমপি পেয়েছে। ফের পথ হারা পাখির মত আমাদের সাথে এসে দুই হাজার  এক সালের নির্বাচনে ১৬ জন এম পি ও দুজন মন্ত্রিত্ব পেয়েছে। সে জামায়াত এখন বিএনপি'র প্রতিদ্বন্দ্বী দল। তারা আওয়ামী লীগকে সাথে নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। তাদের সে আশা কখনো  পূরণ হবে না।    

 হাফিজ ইব্রাহিম ভোলার দৌলতখানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের

সংগ্রাম ঐতিহ্য ও সাফল্যের ৪৭ বছর  

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুবসমাবেশে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকালে বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের মধ্যে সন্ধ্যার পর পর্যন্ত দৌলতখান মধ্য বাজারে উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমানের লিটনের সভাপতিত্বে সমাবেশে   

হাফিজ ইব্রাহিম আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে যুবদল প্রতিষ্ঠা হয়েছে। যুবদল আগামী দিনে দেশের জন্য ভবিষ্যৎ। তারা দেশ গঠনে ও দেশের মানুষের সেবায় বিএনপিকে সার্বিক সহযোগিতা করবে। আজকের এ সমাবেশ এটা যুব সমাজের নির্বাচনের প্রক্রিয়ার অংশ। ৫ আগস্টের পর নির্বাচনে জন্য বিএনপি মাঠে কাজ করছে। 

তিনি আরও বলেন,  আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে তারেক রহমান দেশের এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিবে। এক বছরের মধ্যে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। 

সমাবেশে বিএনপির নেতা কর্মীদেরকে প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও মহল্লায় গিয়ে ধানের শীষের নির্বাচনী কাজ করার আহ্বান জানান ।  

সমাবেশে আরও  বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শাজাহান সাজু, পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, কৃষক দলের উপজেলা সভাপতি আলমগীর হোসেন মাস্টার, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা সাদ্দাম হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্বস উদ্দিন যাবেদ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির।