হাসনাত আব্দুল্লাহ

রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকে গণভোটের পক্ষে আদেশ জারি করতে হবে

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ০৫:২৯ পিএম
রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকে গণভোটের পক্ষে আদেশ জারি করতে হবে

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারি করতে হবে। গণতন্ত্রে উত্তরণের জন্য অবশ্যই নির্বাচন হতে হবে। তবে এর আগেই গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারি করতে হবে এবং সেটা আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতিকে দিয়ে নয়, বরং প্রধান উপদেষ্টাকে এ আদেশ জারি করতে হবে। 

শুক্রবার পিরোজপুরে এক সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন।  

আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে, আওয়ামীলীগকে বাদ দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে হাসনাত বলেন, আওয়ামী লীগ না থাকার কারণেই রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসে আলোচনা করতে পারছে। আওয়ামীলীগের পুণর্বাসন এবং সমঝোতা এ বিষয়গুলো এনসিপি’র কাছে অবাঞ্ছিত। তবে তিনি বলেন, বিএনপি এবং জামায়াত আওয়ামী লীগের সাথে যে সখ্যতা গড়ার চেষ্টা করছে, তা অত্যন্ত দুঃখজনক। এতে তাদের ব্যাকডোর সমঝোতার বিষয়টি দিন দিন স্পষ্ট হচ্ছে। আর এ কারণে তাদের জনগন ভোট দিবে কিনা এটা এদেশের জনগন নির্ধারণ করবে। 

বিএনপি জামায়াতের সাথে এনসিপির দূরত্বের বিষয়টি ঠিক নয়। তিনি বলেন, সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে  হৃদ্যতা হবে, আর সংস্কারের বিপক্ষে যারা তাদের সাথে থাকবে দুরত্ব। আসছে নির্বাচনে এনসিপি কোন জোটবদ্ধ হবে কিনা, এ প্রশ্নের জবাবে বলেন, সেটা সময়ই নির্ধারণ করবে। 

এনসিপির দলীয় প্রতীক বিষয়ে জানতে চাইলে তরুণ এ নেতা বলেন,  নির্বাচন কমিশনের কোন নীতিমালা নেই। রাষ্ট্রীয় এ সংস্থাটির যখন যে প্রতীক মনে আসছে তখন সেই প্রতীক অন্তর্ভূক্ত করছে। হঠাৎ দেখলাম ‘শাপলা কলি’ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করলো। কোন নীতিমালা বা কিসের ভিত্তিতে করলো আমরা বুঝতে পারলামনা। এ কারনে নির্বাচন কমিশনকে স্পষ্ট নীতিমালা প্রনয়নেরও দাবি জানান তিনি। নির্বাচন কমিশন জনগণের প্রতিষ্ঠান। সেজন্য আমরা বারবার যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে চলতে পারেনা। তাদের নীতিমালা থাকতে হবে।  

বরিশাল বিভাগে এনসিপির তিন দিনের  সাংগঠনিক সফরে শুক্রবার পিরোজপুরে এক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থেকে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে   সাংবাদিকদের ওই সব প্রশ্নের জবাব দেন। 

সকাল ১১ টায় পিরোজপুর উপজেলা পরিষদ  মিলনায়তনে সমন্বয় সভা শুরু হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বরিশাল বিভাগের সাংগঠনিক সমপাদক মুজাহিদুল ইসলাম শাহিন ও  বরিশাল জেলার প্রধান সমন্বয়কারি আবু সাঈদ মুসা।  সমন্বয় সভায়  সভাপতিত্ব করছেন পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারি মশিউর রহমান। সভায় এনসিপিকে আরও শক্তিশালি করাসহ সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়। শীঘ্রই জেলা কমিটি ঘোষণা করার কথাও বলা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে