তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শুম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সামাজিক অবক্ষয়রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “মোবাইল ফোন আসক্তিই তরুণ প্রজন্মের সামাজিক অবক্ষয়ের প্রধান কারন” বিষয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগতার পক্ষে অংশ নেয় চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষ দল ছিলো চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শুম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শুম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা হিসাবে পুরুস্কার লাভ করেন বিজয়ী দলের সুমাইয়া আশা।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামনে উপজেলার হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী পরিকল্পনা উপস্থাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়ব রহমান,আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান,প্রধান শিক্ষক খুরশিদ আলম মিলন,প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা প্রমুখ।