সুজানগরে ব্রিজের নাম পরিবর্তন করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ০৯:৪২ পিএম
সুজানগরে ব্রিজের নাম পরিবর্তন করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সুজানগরের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ উপজেলার মানিকহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী খয়রান ব্রিজ। প্রায় দুই যুগ আগে উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলের উপর নির্মাণ করা হয় সুদীর্ঘ ওই ব্রিজটি। সরকারিভাবে ব্রিজটির কোন নামকরণ করা না হলেও গাজনার বিলে ঘুরতে আসা হাজারো পর্যটক আপন ইচ্ছায় ব্রিজটির নাম দেয় খয়রান ব্রিজ। বিশেষ করে ব্রিজটি খয়রান গ্রামের পাশে অবস্থিত হওয়ায়‌ উপজেলার সর্বস্তরের মানুষ ব্রিজটিকে খয়রান ব্রিজ হিসেবেই জানেন। পাশাপাশি কালের পরিক্রমায় তথ্যপ্রযুক্তির উৎকর্ষের সুবাদে গাজনার বিলে ঘুরতে আসা পর্যটকরা ব্রিজটির পাশ থেকে নৌ-ভ্রমণ করে সোশ্যাল মিডিয়ায় আরো ব্যাপকভাবে প্রচার করায় খয়রান ব্রিজটি সুজানগরের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ হয়ে যায়। তাছাড়া ব্রিজটি নির্মাণের আগেও উপজেলাবাসী ওই স্থানকে খয়রানের জলা বলে জানতেন। অথচ অজ্ঞাতক কারণে সম্প্রতি খয়রানের পার্শ্ববর্তী রাইশিমুল গ্রামবাসী ব্রিজটির নাম পরিবর্তন করে রাইশিমুল ব্রিজ হিসেবে নামকরণ করার অপচেষ্টা চালাচ্ছে। এরই প্রতিবাদে শুক্রবার বিকালে খয়রান গ্রামের সর্বস্তরের মানুষ এক মানব বন্ধনের আয়োজন করেন। বিকাল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আধা ঘন্টার এই মানববন্ধনে তিন শতাধিক গ্রামবাসী অংশ নেয়। এতে বক্তব্য রাখেন খয়রান গ্রাম্য প্রধান মোঃ আবুল হোসেন শেখ, মোঃ গোলাম সরোয়ার মাস্টার, মোঃ জাহিদুল ইসলাম মাস্টার, মোঃ বজলুর রহমান খান, মোঃ মনজুর খান ও মোঃ মোজাম্মেল কাজী।‌ বক্তারা ঐতিহ্যবাহী খয়রান ব্রিজের নাম‌ পরিবর্তন করার যে কোন অপচেষ্টা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে