ট্রাকের চাপায় পা হারানো পঙ্গু হয়ে ভিক্ষা করে মা, বোন ও স্ত্রী-সন্তান নিয়ে বহুকষ্টে দিনপার কর আছিলো আব্দুর রাজ্জাক শেখ (৩২)। তাকে শনিবার দুপুরে নগরবাড়ী জামে মসজিদ সমূখে বসে একটি ভ্যানগাড়ী উপহার দিলেরছে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী গ্রামের যুব সমাজ। সে আর ভিক্ষাবৃত্তি না করে ভ্যানগাড়ী চালিয়ে কাজ করে জীবিকা নির্বহকরবেন বলে জানিয়েছেন। তিনি ভিক্ষা করে খেতে চায়না কর্মকরে খেতে চায়ন।
আব্দুর রাজ্জাক শেখ গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার কাকডাঙ্গা গোপালপুর প্রামের মৃতু মো. রুহুল আমিন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী জামে মসজিদে জুমার নামাজের সময় কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাক শেখ নামে এক পা নেই পঙ্গু তিনি ভিক্ষা করতে আসেন। জুমার নামাজ শেষে মসজিদে মুসল্লি ও এলাকাবাসির ভিক্ষাচায়ন আব্দুর রাজ্জাক শেখ । আর বলে আমি ভিক্ষা করে খেতে চাইনা, আমি কর্মকরে খেতে চাই। মুসলিগণ তাকে প্রশ্নকরেন কি কর্মকরতে চায়ন। আব্দুর রাজ্জাক শেখ বলেন আমি একটি ভ্যানগাড়ী হলে আমি ভ্যান চালিয়ে আয় করে খাবো। এর পরে নগরবাড়ী গ্রামের যুব সমাজ মিলে একটি ভ্যানগাড়ি কিনে উপহার দেন পা হাড়ানো পঙ্গু আব্দুর রাজ্জাক শেখকে।
আব্দুর রাজ্জাক শেখ ভ্যানগাড়ী পেয়ে অশ্রুসজল চোখে বলেন, দুই বছর পূর্বে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়রেকর পাশ দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় একটি ট্রাক আমাকে চাপা দেয়। আমি গরিব পরিবারে সন্তান। আমার পরিবারে চিকিৎসা করানোর মতো কোন সমর্ধন ছিলোনা।স্থানীয়রাদের সহযোগিতায় ঢাকা পঙ্গু হাসপাতালে দির্ঘদিন চিকিৎসা শেষে ডাক্তার আমার বাম পা কেটে ফেলে। আমার পরিবারে মা, দুই বোন ,স্ত্রী ও চার বছরের একটি মেয়ে নিয়ে মানুষের সহযোগীতায় জীবনযাপন করে আসছি।আমা ভিক্ষা করতে ভালো লাগেলা। নগরবাড়ী যুব সমাজ আমাকে একটি ভ্যানগাড়িটি দিয়ে আমার অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি ভ্যানচালিয়ে যে আয় হবে সেই আয়দিয়ে আমি মা, দুই বোন ,স্ত্রী ও সন্তাননিয়ে চলবো। আমি সকলারকাছে দোয়া চাই।
শনিবার দুপুরে নগরবাড়ী যুবসমাজের পক্ষ থেকে একটি ভ্যানগাড়ি পঙ্গু আব্দুর রাজ্জাকের হাতে তুলে দেন গরবাড়ী জামে মসজিদের সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন হাওলাদার। এসময় ছিলেন ইমাম মো.আল আমিন, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান সরদার, শিক্ষক মো. ইদ্রিস হোসেন তালুকদার, আব্দুস সালাম খান, মো. জুলহাস খান, মো. সাইফুল ইসলাম সিপন, ইউপি সদস্য মো. মশিউর রহমান, মো.জহিরুল ইসলাম সবুজ, মো. দোলন হাওলাদার, মো.মাহবুব হাওলাদার, মো. বছির হোসেন শাহ, মো.পান্না হাওলাদার, সাকিব খান প্রমুখ।