পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিযন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ শুক্রবার রাতে তার সঙ্গ বঙ্গ নিয়ে জামায়াতে ইসলামি দলে যোগদান করেছেন। তিনি বলেন, আমি পূর্বে আওয়ামী লিগ করতাম, এখন জামায়াতে যোগদান করেছি, বয়স কম হয়নি, এখন আমার ৭০ তাই শেষ জীবনে একটি ইসলামি দলের সঙ্গে থেকে মরতে চাই। তিনি আরো বলেন, আওয়ামী লিগ এখন চাঁদাবাজ ও সন্ত্রাসী দলে পরিণত হয়েছে এবং দেশব্যাপী একটি খুনি দল হিসেবে চিহ্নিত হয়েছে। আর জামায়াতে ইসলামি চাঁদাবাজি নেই, সন্ত্রাসী নেই, এটি একটি আল্লাহর রাস্তার চলার পথের দল, তাই শেষ বয়সে আমি এ দলটি বেছে নিয়েছি। গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মহিবুল্লাহ বলেন, আমাদের ইউনিয়নের জামায়াতের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে। অনেকে আমাদের দলে যোগ দিতে আগ্রহী প্রকাশ করছে, যাচাই-বাছাই এরপরে সদস্য পথ দেওয়া হবে। তবে আব্দুল লতিফ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তাকে সদস্য পথ প্রাথমিক অবস্থায় ফরম ফিলাপ করা হয়েছে, এ ছাড়াও একজন স্কুল শিক্ষক নিরঞ্জন হালদার আওয়ামী লিগ থেকে জমায়েত ইসলামিতে যোগদান করছে, তাকে শীঘ্রই সদস্য পদ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিবে স্থানীয় জামাতে নেতাকর্মীরা। স্থানীয় রাজনৈতিক মহলে ইউনিয়ন আওয়ামী লিগনেতা লতিফ-এর জমায়েত ইসলামিতে যোগদান নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। স্থানীয় আওয়ামী লিগ এ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ।