নীলফামারীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১ নভেম্বর, ২০২৫, ০৭:০১ পিএম | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৬:৫৮ পিএম
নীলফামারীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

নীলফামারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়, এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নবেম্বর নীলফামারী জেলায় দিবসটি পালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমবায় দিবসের কার্যক্রম।

এ উপলক্ষে শহরে বের করা হয় একটি  র‍্যালি। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রশাসন ও সমবায় বিভাগ যৌথভাবে দিবসটি পালন করে। আলোচনা শেষে বেশ কয়েকজন সমবায়িকে ক্রেট উপহার দেয়া হয়।

এদিকে অনুরুপ কর্মসূচির মধ্যদিয়ে সৈয়য়পুরেও দিবসটি পালিত হয়েছে। এতে অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভুমি মোঃ মেহেদী হাসান।

আপনার জেলার সংবাদ পড়তে