ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১লা নভেম্বর (শনিবার) বিকেলে জাকের পার্টির ছাত্রফ্রন্টের উদ্যোগে পৌর শহরে একটি মিশিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল স্কুলে গিয়ে শেষ হয়। মতবিনিময় সভায় জেলা ছাত্র ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাণীশংকৈল উপজেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা সভাপতি জনাব আবুল হোসেন। বক্তব্য রাখেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, প্রচার সম্পাদক ইব্রাহিম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম কবির, সাহিত্য ও সংস্কৃতি ফ্রন্ট মমিনুল হক, যুবফ্রন্ট, সভাপতি মাহবুবুর রহমান, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ।