দিনাজপুরের বোচাগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিবন্ধী যুবকদের জন্য “অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশগম্য দক্ষতা উন্নয়ন” বিষয়ক প্রশিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার উদ্যোগে লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) সহযোগিতায় “দি মিনিংফুল পার্টিসিপেশন এন্ড ইনক্লুশন অপ চিলড্রে এন্ড ইয়ুথ উইথ ডিসএ্যাবেলিটিস এন অল ডোমেইনস অফ কমিউনিটি বেইস রিহেবিলিটেশন” প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল উক্ত প্রতিষ্ঠানে প্রবেশগম্যতা ও অন্তর্ভূক্তিমূলক সচেতনতা বৃদ্ধি করা যা প্রতিবন্ধী যুবদের প্রযুক্তিগত ও পেশাগত শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বোচাগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সানাউল্লাহ, চিফ ইন্সট্রাক্টর মো. আবু সাইদ চৌধুরীসহ সকল শিক্ষকবৃন্দ এবং দীপশিখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার হিমাংশু দেব দও রায় ও সিবি আর কর্মকতা ওয়াসিম আলী।
তারা বলেন প্রতিবন্ধী মানুষ তার সক্ষমতা অনুযায়ী অবদান রাখতে পারে, যদি সমাজ, প্রতিষ্ঠান ও রাষ্ট্র তাদের প্রতি প্রবেশগম্যতা নিশ্চিত করে ও অন্তর্ভূক্তিমূলক মনোভাব প্রর্দশন করে। এই প্রশিক্ষণ সেই দৃষ্টি ভঙ্গিকেই আরও সুদৃঢ় করবে।
চিফ ইন্সট্রাক্টর মো. আবু সাইদ চৌধুরী বলেন আমাদের প্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তি ফি নেয়া হয় না। যাতে তারা আর্থিক প্রতিবন্ধীতা ছাড়াই শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা ভবিষ্যতে এ ধরনের শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখব। প্রশিক্ষন কর্মসূচিতে অর্ন্তভুক্তি ও প্রবেশগম্যতা বিষয়ক ধারণা, নীতিমালা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা নিশিত করার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।