নবরূপীর উদ্যোগে শারদীয় পুনর্মিলনী ও মাসিক স্রোতার আসর

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ০৯:৩৭ পিএম
নবরূপীর উদ্যোগে শারদীয় পুনর্মিলনী ও মাসিক স্রোতার আসর

দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপী প্রতিবছরের মত এবারো “ধর্ম যার যার-উৎসব সবার”-এই স্লোগানকে সামনে রেখে শনিবার রাতে অনুষ্ঠিত হলো শারদীয় পুণর্মিলনী ও মাসিক স্রোতার আসর।

নবরূপীর সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমান নিউ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নবরূপীর সহ-সভাপতি মানস ভট্টাচার্য্য। 

এ সময় নবরূপীর সুরবাণী শিক্ষা কেন্দ্রের অধ্যাক্ষ মো. লুৎফর রহমান, দপ্তর সম্পাদক মো. আকবর আলীসহ নবরূপীর সদস্যবৃন্দ, শিল্পীবৃন্দ ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপত্বির বক্তব্যে মো. নাজমুল হক বলেন অসম্প্রদায়িক চেতনার সংগঠন হলো নবরূপী। নবরূপী সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। 

সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ বলেন, অসম্প্রদায়িক সাংস্কিতিক চর্চায় নবরূপী বিশ্বাসী। নবরূপী শুধু সাংস্কৃতিক একটি প্রতিষ্ঠান নয়, বরং শিল্পি গড়ার কারখানা। আপনাদের সন্তানকে সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করুন। শেষে নবরূপীর সংগীত সম্পাদক ফরহাদ আহম্মেদ এর পরিবেশনায় সংগীত পরিবেশন করে গুণগুণ রায়, শফিকুল ইসলাম বকুল, লুবাবা সানজিদা ও কারিসমা রায় ক্ষমা প্রমুখ। তবলায় ছিলেন অলোকেশ অধিকারী, নোটন সরকার। গিটারে ছিলেন নবরূপীর প্রশিক্ষণ সম্পাদক রাকিব হাসান রানা। সার্বিক তত্বাবধানে ছিলেন আনোয়ার হোসেন আঙ্গুর।

আপনার জেলার সংবাদ পড়তে