বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুখ্যসচিব কামাল সিদ্দিকী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সোমবার ভোরে ইন্তেকাল করেছেন। সরকারের এক তথ্য বিবরণীতে তার মৃত্যুর খবর জানানো হয়।
মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আজ বাদ-আছর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে শায়িত করা হবে বলে জানিয়েছে তথ্য বিবরণীতে।
কামাল উদ্দিন সিদ্দিকী একজন অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘের শিশু অধিকার কমিটির নির্বাচনের জন্য বাংলাদেশ কর্তৃক মনোনীত হন এবং ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
স্থানীয় সরকার, অর্থনীতি, ভূমি ও নগরায়ণসহ নানান বিষয় নিয়ে কামাল সিদ্দিকীর একাধিক বই আছে। বাংলাদেশের স্থানীয় সরকার, বাংলাদেশে স্থানীয় শাসন: প্রধান সমস্যা এবং প্রধান চ্যালেঞ্জ, দক্ষিণ এশিয়ায় ভূমি ব্যবস্থাপনা: একটি তুলনামূলক গবেষণা, বাংলাদেশে ভূমি সংস্কারের রাজনৈতিক অর্থনীতি বিশেষভাবে উল্লেখযোগ্য।