পিরোজপুর-২ সোহেল মঞ্জুর: পিরোজপুর-৩ দুলাল

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ০৩:২৮ পিএম
পিরোজপুর-২ সোহেল মঞ্জুর: পিরোজপুর-৩ দুলাল

পিরোজপুরের তিনটি আসনের মধ্যে দুটি আসনে বিএনপির মনোনয়ন চুড়ান্ত হয়েছে। সোমবার পিরোজপুর- ২ এবং পিরোজপুর- ৩ আসনে বিএনপির মনোনয়ন চুড়ান্ত করেছে বিএনপির মনোনয়ন বোর্ড। পিরোজপুৃর- ১ আসনে চুড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী। 

জেলার ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর - ২ আসনে মনোনয়ন পেয়েছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরের বেসামরিক প্রধান বরিশাল সদর ও পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত এমপি সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর এর ছেলে ভান্ডারিয়া উপজেলা বিএনপি সভাপতি আহাম্মেদ সোহেল মঞ্জুর সুমন। ২০১৮ সালে এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়ন পেলেও পরে দলীয় সিদ্ধান্তে তার মনোনয়ন প্রত্যাহার করে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরানকে মনোনয়ন দেয়া হয়েছিলো। স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে হামলা-মামলার শিকার সোহেল ইতিমধ্যে ব্যাপক গণসংযোগ করছেন।

জেলার সর্ব দক্ষিণের একটিমাত্র উপজেলা মঠবাড়িয়াকে নিয়ে  গঠিত পিরোজপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ রুহুল আমীন দুলাল। দুলাল ৫ আগস্টের পর দল থেকে বহিস্কার হলেও সম্প্রতি তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে মনোনয়ন দেওয়া হয়। ২০১৪ সালে উপজেলা  নির্বাচনে প্রার্থী থাকলেও আওয়ামীলীগ প্রার্থী ভোট কাটায় তিনি হেরে যান। তিনি ২০১৮ এর সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। আ’লীগ আগের রাতে ভোট কাটায় তিনি প্রতিবাদ করলে তাকে বাধা দেয় বিজিবি সদস্যরা। দলে ও সাধারন মানুষের কাছে বেশ জনপ্রিয় এ নেতা বহিস্কার হলেও তিনি নিয়মিত গণসংযোগ করেছেন। তিনি জানান, দলের মধ্যে ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে বহিস্কার হতে হয়। জনগনের ভোটে নির্বাচিত হবেন বলে তিনি আশাবাদী। 

পিরোজপুর-১ আসন খালি রাখার বিষয়ে অনেকে ধারনা করছেন এ আসনটি বিএনপি নেতৃত্বাধীন জোটের চেয়াম্যান জাতীয় পার্টি (কাজী জাফর) এর সভাপতি বর্ষিয়ান রাজনীতিক সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে এ আসনে মনোনয়ন দেওয়া হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে