দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা অবশেষে প্রকাশ্যে আনলেন তার বাগদানের আংটি। দীর্ঘদিন ধরে বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন চললেও কেউই মুখ খুলছিলেন না। তবে শুক্রবার (৭ নভেম্বর) মুক্তির অপেক্ষায় থাকা নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর প্রচারণায় অংশ নিতে গিয়ে প্রথমবার নিজের আঙুলে থাকা বাগদানের আংটি দেখালেন এই অভিনেত্রী।
সম্প্রতি অভিনেতা জগপতিবাবুর জনপ্রিয় টক শো-এ হাজির হয়েছিলেন রাশমিকা। সেখানেই পুরো বিষয়টি সামনে আসে। অনুষ্ঠানের প্রোমোতে দেখা যায়, রাশমিকাকে একের পর এক প্রশ্ন করা হচ্ছে বিজয় দেবরাকোন্ডাকে ঘিরে। এক পর্যায়ে সঞ্চালক জগপতিবাবু মজার ছলে জিজ্ঞেস করেন, “বিজয় শুধুই বন্ধু, নাকি সাফল্যের মালিক?” প্রশ্ন শুনে রাশমিকা শুধু হেসে আঙুলের আংটি দেখান, আর মুখে কোনো কথা না বললেও তার হাসিতেই যেন সব উত্তর মিলে যায়।
এরপর শোতেই আংটি সম্পর্কে জানতে চাইলে রাশমিকা বলেন, “আমার আঙুলের সবগুলোই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি আমার অত্যন্ত প্রিয়, আর এর পিছনে রয়েছে একটি বিশেষ ইতিহাস।” এই মন্তব্যের পর থেকেই ভক্তরা ধরে নিচ্ছেন, গুঞ্জন এবার সত্যি হলো, বিজয়ের সঙ্গেই আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন রাশমিকা।
দক্ষিণী গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি বিজয়ের বাড়িতেই দুই তারকার বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। ঘনিষ্ঠ এক সূত্র জানায়, আগামী বছরের শুরুতেই বিয়ের পরিকল্পনা করছেন এই জনপ্রিয় জুটি।
রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই ভক্তদের আগ্রহ ছিল। দু’জনের একসঙ্গে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত হওয়া, একে অপরের সঙ্গে ছুটি কাটানোর ছবি প্রকাশ—সবই সেই জল্পনাকে আরও ঘন করেছে। আর এবার রাশমিকার আংটি প্রকাশ্যেই যেন দিল সেই সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি।