অনলাইন ভিত্তিক আধুনিক, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রদর্শনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা নিউজ পোর্টাল গৌরনদী টুয়েন্টি ফোর ডট কম এর ১৩ তম বর্ষপূর্তি ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে বুধবার (৫ নভেম্বর) উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে বেলা সাড়ে এগারোটায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শেষে, উপজেলা পরিষদের সভা কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
গৌরনদী টুয়েন্টি ফোর ডটকম এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, জেলা উত্তর যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ, আনন্দ টিভির ব্যুরো প্রধান কাজী আল-আমিন, মণীষ চন্দ্র বিশ্বাস, সঞ্জয় কুমার পাল, এসএম জুলফিকার,
গৌরনদী টুয়েন্টি ফোর ডট কমের নির্বাহী বার্তা সম্পাদক মো. আনিচুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. মনির হোসেন আকন, গৌরনদী টুয়েন্টি ফোর ডট কমের সহকারী সম্পাদক সোলায়মান তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফখরুল আবেদীন তানভীর, মোরশেদ হাসান,
সাংবাদিক এসএম মিজান, কেএম সোহেব জুয়েল, মোল্লা ফারুক হাসান, হাসান মাহমুদ, আরিফিন রিয়াদ, এসএম মোশারেফ হোসেন, জামিল মাহমুদ, এইচএম সুমন, প্রেমানন্দ ঘরামী, রাজিব ইসলাম তারিম, আবু সাঈদ খন্দকার, শেখ রুপা, নাসির উদ্দীন সৈকত, এএস মামুন, মো. সোহেল প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক বিএম বেলাল।