চরভদ্রাসনে বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের গণসংযোগ

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০৩:২৯ পিএম
চরভদ্রাসনে বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের গণসংযোগ

ফরিদপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল গত বুধবার বিকেলে চরভদ্রাসন উপজেলায় গণসংযোগ সহ নেতাকর্মীদের সাথে সৌজন্য স্বাক্ষাত  করেছেন। তিনি বাংলদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য তাকে মনোনয়ন দিয়েছেন বিএনপি। 

জানা যায়, ওই দিন বিকেলে বিএনপি প্রার্থী উপজেলার প্রধান সড়কগুলোতে মোটরসাইকেল ও গাড়ী বহর নিয়ে শোড্উান দেন। এ শোডাউনের মাঝে চরভদ্রাসন সরকারি কলেজ প্রাঙ্গনের কাঠাল তলায় তিনি এক পথ সভা করেন। এ পথ সভায় বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল প্রধান অতিথির বক্তব্য দেন। পথ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, বিএনপি নেতা এ.কে. এম কিবরিয়া স্বপন, মোঃ ইকবাল হোসেন সেলিম ওয়াহিদুজ্জামান মোল্যা, মোঃ শাহজাহান শিকদার, এজিএম বাদল আমিন ও আঃ কুদ্দুস বাদশা প্রমূখ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মঞ্জুরুল হক মৃধা, নুরুজ্জামান মোল্যা, উপজেলা যুবদল নেতা মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, আঃ ওহাব মোল্যা ও দেওয়ান রহমতুল্লাহ সহ অনেকে।

এ পথ সভায় বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, দীর্ঘ ১৭ বছর ফরিদপুর-৪ আসনে গণমানুসের কোনো নেতা ছিল না। বিগত দিনে এক দলীয়ভাবে নির্বাচন করে বিএনপিকে দুরে ঠেলে রাখা হয়েছে। তিনি বলেন, এ বছর সবাই মিলেমিশে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি নিয়ে একসাথে এলাকার উন্নয়ন করার সুযোগ এসেছে। তিনি এলাকার উন্নয়নের স্বার্থে এবং সুশাষন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে