মেলান্দহে মাল্টি স্টেকহোল্ডার সভা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০৩:৩৮ পিএম
মেলান্দহে মাল্টি স্টেকহোল্ডার সভা

জামালপুরের মেলান্দহে পুষ্টি উন্নয়ন, পরিকল্পনা ও গঠনে মাল্টি স্টেকহোল্ডার শীর্ষক সভা ৬ নভেম্বর দুপুরে শ্যামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ও সুইজারল্যন্ডের আর্থিক সহায়তায় গ্লোবাল এল্যায়েন্স ফর ইমপ্রোভড নিউনিট্রিশন, ক্লাইমেট এ্যাকশন এট লোকাল লাইভার এবং উন্নয়ন সংঘ যৌথভাবে এর আয়োজন করেছে।

ইউপি চেয়ারম্যান মোকসেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-উন্নয়ন সংঘের ম্যানেজার সুলতানা আক্তার, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শামসুল আলম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, উপসহকারি মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা, ডব্লিউএফপি’র ইসমাইল হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার, উন্নয়ন সংঘের মাঠকর্মী ফরহাদ হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে