২৪’র গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করায় জামালপুরের মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে। ৫ নভেম্বর দুপুরে স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও এসএমসির সভাপতি এ.কে.এম. ইহসানুল হক মঞ্জু। প্রধান অতিথির বক্তব্য রাখেন-ইউএনও এস.এম. আলমগীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উমির উদ্দিন পাইলট স্কুলের সাবেক সভাপতি আলহাজ কিসমত পাশা, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের মহাসচিব ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান শেলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাজেদুর রহমান ভূইয়া, প্রধান শিক্ষক মোহন তালুকদার, একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলম, এসএমসি’র সাবেক সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, জমিদাতা পরিবারের রেজাউল করিম, আনিসুর রহমান মিস্টার মাস্টার, প্রাক্তন ছাত্র জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কারের এক লক্ষ নগদ অর্থ প্রদান করা হয়।