লাখো ভক্ত ও পূন্যার্থীদের সমাগমের মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে উপমহাদেশের মধ্যে অন্যতম শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের পিরোজপুরের কাউখালীতে ৫দিন আবির্ভাব উৎসবের মিলন মেলা। শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ
আশ্রম অঙ্গনে সংঘ পতাকা উত্তোলণের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন। এরপর হাজার হাজার ভক্তবৃন্দদের নিয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে। শোভা যাত্রায় অংশ গ্রহণ করেন পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের,, উপজেলা বিএনপির সভাপতি এস,এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ কাউখালী থানার ওসি মোঃ সোলায়মান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।
শ্রী গুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৪ তম আবির্ভাব উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ১০ নভেম্বর সোমবার পর্যন্ত চলবে এ উৎসব।
পাঁচ দিনের এ উৎসব ঘিরে দেশ ও বিদেশের কয়েক লক্ষাধিক ভক্ত ও পূণ্যার্থীর সমাগম ঘটবে। এ উৎসবে প্রতিবছরের মতো আশ্রম প্রাঙ্গণের বিশাল এলাকাজুড়ে বসেছে রাস মেলা।
এই আবির্ভাব উৎসবের কর্মী প্রধান রতন কর বলেন, পাঁচদিনের এই উৎসবে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রীগুরু এর ভক্তবৃন্দ ছাড়াও মুসলিম ভাইয়েরা এই অনুষ্ঠানটি সফল করার জন্য আমাদের কর্মীর পাশাপাশি তারাও আমাদের পাশে থেকে সহযোগিতা করে থাকেন।
কাউখালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ সোলায়মান জানান, পুরো অনুষ্ঠানের এলাকা সিসি ক্যামেরার আয়ত্তে রয়েছে এবং উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কয়েক স্তরের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বসানো হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প।