বাড়িবাড়ি ৩১ দফা পৌঁছে দিচ্ছেন মেহেরপুর ২ আসনের বিএনপির প্রার্থী আমজাদ

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৫, ০১:৪৯ পিএম
বাড়িবাড়ি ৩১ দফা পৌঁছে দিচ্ছেন মেহেরপুর ২ আসনের বিএনপির প্রার্থী আমজাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন মেহেরপুর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি মো: আমজাদ হোসেন। সভা সেমিনার থেকে শুরু করে মানুষের বাড়িবাড়ি গিয়ে ৩১ দফা বাস্তবায়নে ও নাগরিকদের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছেন তিনি। 

মেহেরপুর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি মো: আমজাদ হোসেন বলেছেন,জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের যে স্বপ্ন তারেক রহমান দেখিয়েছেন, সেই ৩১ দফার বাস্তবায়নই বাংলাদেশকে পরিবর্তনের পথে এগিয়ে নেবে। ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বিক অগ্রগতির একটি দিকনির্দেশনা। এ কর্মসূচিতে মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের ভাগ্য পরিবর্তনের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।’বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নিরাপদ হবে। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনগনের ভোটে বিএনপি সরকার গঠন করে তাহলে তিনি আগের চেয়ে বেশি উন্নয়ন ও জনগনের সেবা করতে পারবেন বলে মন্তব্য করেন তিনি। 

গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো: আসাদুজ্জামান বাবলু বলেছেন,অনেক আগে থেকেই ধানের শীষের প্রচার প্রচারনা চলছে। মেহেরপুর ২ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি মো: আমজাদ হোসেনকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের পাশাপাশি সকল শ্রেনী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তবে অর্থ আর স্বার্থের লোভে হাতেগোনা কয়েকজন ব্যক্তি বিএনপি কিছু নেতাকর্মীকে বিভ্রান্ত করছে তবে তাদের ধানের শীষ তথা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আসার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে পাশাপাশি বোঝানোর চেষ্টা করছি আসা করি ধানের শীষের পক্ষে তাদের শুভবুদ্ধির উদয় হবে তা না হলে কেন্দ্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 

মেহেরপুর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি মো: আমজাদ হোসেন আরো বলেন,প্রায় দেড়যুগ বিএনপির নেতাকর্মীরা জেলজুলুম গুম খুনের শিকার হয়েছে। সময় এসেছে সকলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়ন করি। 

তা না হলে গত ১৬/১৭ বছরের নানা নির্যাতন জেল জুলুম গুম খুনের শিখার হয়েছেন নিজেদের মধ্যে ঐক্য না থাকলে আবারো প্রতিপক্ষ সেই সুযোগ নেবে। এতগুলো বছর যদি নির্যাতিত হওয়ার পরও যদি শিক্ষা না হয় তাহলে আর কিছু করার নেই। 

তিনি আরো বলেন,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য হলেও সকলে ধানের শীষের পক্ষে থাকি। ধানের শীষকে বিজয়ী করতে সকলে একযোগে কাজ করে গাংনী এই আসন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিই।