চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৫, ০৫:৫৫ পিএম
চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শুক্রবার দুপুরে ‘চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলায় এই প্রথম আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে একটি প্রাইভেট হসপিটাল উদ্বোধন করা হলো। 

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক আবুল কাশেম মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ শাহানা পারভীন (বীথি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ পীযুষ বিশ্বাস, ডাঃ মোহাম্মদ জালাল উদ্দিন, ডাঃ সুশিত কুমার বিশ্বাস, ডাঃ নাহিদ বাদশা, ডাঃ পার্থ প্রতীম শিকদার, ডাঃ মোঃ সাদমান সাকিব অর্প, ডাঃ আশিষ কুমার সাহা ও ফরিদপুর উইনিয়ার ক্লিনিকের আহবায়ক কমিটির সদস্য ফরিদুল হুদা প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরভদ্রাসন পাইলট হাই স্কুলের সিনিয়র শিক্ষক মাওঃ এনামূল কবির। উদ্বোধনী অনুষ্ঠানটির সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন উক্ত হসপিটালের পরিচালক মোঃ শহিদুল ইসলাম। তত্ত্বাবধানে ছিলেন আরেক পরিচালক শেখ মোঃ মোসলেম উদ্দিন ও মোজাম্মেল হক মাষ্টার।

জানা যায়, চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারটি আপাতত ১০ শয্যা বিশিষ্ট করে চালু করা হয়েছে। অত্র প্রাইভেট হসপিটালের অপারেশন সেবাগুলো হলো-নরমাল ডেলিভারী, সিজার ডেলিভারী, জরায়ু অপারেশন, ওভারিয়ান টিউমার, এপন্ডিক্স, হার্ণিয়া, একশিরা, পিত্তথলির পাথর জনিত অস্ত্রপাচার, কিডনী অপারেশন, সব ধরনের টিউমার, পাইলস, নাক, কান, গলা সার্জারী, অর্থপেডিক সার্জারী ও কিডনী ইউরোলজি সার্জারী। এছাড়া উক্ত হসপিটালের প্যাথলজিক্যাল সেবা সমূহ হচ্ছে- ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড পঅথলজী, হরমন টেষ্ট, ডিজিটাল ইসিজি, ইকো-কার্ডিওগ্রাম, কালার আলট্রাসনোগ্রাফি, বিদেশগামী যাত্রীদের মেডিকেল টেষ্ট ও বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার।

উক্ত হসপিটাল কর্তৃপক্ষ জানান, উদ্বোধনী দিন হইতে আগামী এক সপ্তাহ বিশেষজ্ঞ ডাক্তারগণ বীনামূল্যে রুগীদের মাঝে চিকিৎসাপত্র প্রদান করবেন। এসব ডাক্তারগণ হলেন- গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ শাহানা পারভীন (বীথি), হৃদরোগ, মেডিসিন ও ডায়াবেটিক্স বিশেষজ্ঞ ডাঃ পিযুষ বিশ্বাস, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ জালাল উদ্দিন, জেনারেল সার্জারী বিশেষজ্ঞ ডাঃ সুশিত কুমার বিশ্বাস, গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ মাহফুজ আরা মুক্তা, ডাঃ শিপ্রা হালদার, অর্থপেডিক্স ও ব্যাথা বিশেষজ্ঞ ডাঃ নাহিদ বাদশা, নিউরোমেডিসিন ও ডায়াবেটিক্স বিশেষজ্ঞ ডাঃ এসএম আরাফাত ও কিডনী ইউরোলজী ডাঃ প্রিন্স মাহমুদ। শুক্রবার উক্ত হসপিটালে জটিল অপারেশনে আসা এক রুগী জানান, “এতোদিন আমাদের সামান্য অপারেশনের জন্য ফরিদপুর ও ঢাকায় দৌড়াতে হতো। এখন উপজেলায় ডিজিটাল হসপিটাল চালু হওয়াতে আমাদের আর দুরদুরান্তে যেতে হবে না। ঘরে বসেই আমরা এখন সব ধরনের চিকিৎসা সেবা পাবো। তাই এ হসপিটাল হওয়াতে খুব ভালো লাগতেছে”।  

আপনার জেলার সংবাদ পড়তে