শেরপুরে ভারতীয় চোরাই মালামাল জব্দ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ৭ নভেম্বর, ২০২৫, ০৬:২৬ পিএম | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৫, ০৬:২৬ পিএম
শেরপুরে ভারতীয় চোরাই মালামাল জব্দ

ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া , ধোবাউড়া উপজেলার দিপুলিয়াপাড়া ও আমতলী , শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এবং শ্রীবরদী   উপজেলার মাহিরাঙ্গাপাড়া  দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় জিলেট ব্লেড, মদ এবং গরু পাচারের চেষ্টা করছিল।

বৃহস্পতিবার ও শুক্রবার বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওইসব এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় ১ লাখ ৫ হাজার ৬০০ পিস ভারতীয় জিলেট ব্লেড, ৬৮ বোতল ভারতীয় মদ এবং ৬টি গরু আটক করা  হয় । আটককৃত মাদক এবং চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ১৩ লাখ ৭৫ হাজার ৬০০ টাকা। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান (পিপিএম)।

আপনার জেলার সংবাদ পড়তে