বাজিতপুরে

বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী ও সাবেক সচিবের সাথে সাংবাদিকদের সংবাদ সম্মেলন

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৫, ০৬:৩১ পিএম
বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী ও সাবেক সচিবের সাথে সাংবাদিকদের সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও সাবেক সচিব আব্দুল ওয়াহাব আজ শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে বাসমহলে ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সাথে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন নিয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে সাবেক সচিব আব্দুল ওয়াহাব বলেন, তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারী শিক্ষা বাস্তবায়নসহ ৩১ দফা বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনায় তিনি প্রায় কয়েক মাস ধরে বাজিতপুর-নিকলীর আনাচে কানাচে জনগণের সাথে মতবিনিময়, গণসংযোগ ও পথসভা করে যাচ্ছেন। সংবাদ সম্মেলন শেষে তিনি বাজিতপুর বাজারে, বিভিন্ন গ্রামে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।  

আপনার জেলার সংবাদ পড়তে