পাথরঘাটা দেড় কেজি গাঁজা জব্দ আটক দুই

এফএনএস (পাথরঘাটা, বরগুনা) : | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ০৫:১৬ পিএম
পাথরঘাটা দেড় কেজি গাঁজা জব্দ আটক দুই

বরগুনার পাথরঘাটায় কোষ্টগার্ড অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা সহ দুইজনকে আটক করেছে। সোমবার রাত ১১ টায় পাথরঘাটার রায়হানপুর মিয়া বাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।আটকরা হলেন,পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার হোতখালি এলাকার বিরু তালুকদারের ছেলে নিলয় তালুকদার (২১) ও উপজেলার রায়হানপুর ইউনিয়নের জাকির  সিকদারের ছেলে  সাকিব সিকদার (২৪)। 

কোষ্টগার্ড জানান,গতকাল (১০/১১/২৫) সোমবার রাত ১১ টায় পাথরঘাটা কোস্ট গার্ড অভিযান চলাকালীন কাঠালতলী এলাকায় সন্দেহভাজন ২ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের দেড় কেজি গাঁজা ও নগদ ২ হাজার ৬শত ১০ টাকাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও  আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন,মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে