দিনাজপুরের চিরিরবন্দরে কথিত সাংবাদিক ফজলুর রহমানকে ২ টি ককটেল সদৃশ্য বস্তুসহ স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ আটকের ঘটনাটি গতকাল ১৪ নভেম্বর শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দরে ঘটেছে।
স্থানীয় এলাকাবাসি জানায়, কথিত সাংবাদিক দীর্ঘদিন যাবত চাঁদাবাজি সহ নানাবিধ অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত। সে ২০১৩ ও ১৪ সালে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের নামে বাদি হয়ে মামলা করত ও বিভিন্ন মামলায় আসামী করতে থানায় নাম দিত ও পুলিশ দিয়ে আটক করাত এবং বিভিন্ন প্রকার হয়রানী করাত। এমনকি পুলিশকে নেতা কর্মীদের বাড়ি চিনিয়ে দিত। ইতিপুর্বে সে পুলিশকেও হয়রানী করেছিল। পুলিশের বিরুদ্ধে ইট পাটকেল নিক্ষেপসহ মামলাও করত। এলাকাবাসি আরো জানায়, সে শান্তি সংঘ নামে একটি সংগঠন করে দৈনিক অন্তরকন্ঠসহ বিভিন্ন প্রত্রিকার সাংবাদিকতার পরিচয় দিয়ে চাঁদাবাজি করত।
থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, স্থানীয় জনতা ককটেল সদৃশ্য বস্তসহ তাকে আটক করে পুলিশে সোপর্দ করলে, থানায় এনে সেগুলি খুলে দেখা যায় জর্দার কৌটাতে টেপ দিয়ে পেঁচানো বস্তু। তাকে পুরনো একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। সে বিএনপি জামাতের নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন নাশকতা মামলার বাদি। বিষয়টি অধিকতর তদন্ত করা হবে।