আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) মনোনয়ন ফরম প্রদান ও গ্রহণ কার্যক্রম শুরু করেছে। তাদের প্রতীক হলো শাপলা কলি। এরই মধ্যে গাইবান্ধা জেলার ৫টি আসন থেকে বেশ কিছু প্রার্থী তাদের মনোনয়ন ফরম সংগ্রহ ও তা জমা করেছেন বলে জানা গেছে।
গাইবান্ধা জেলা থেকে এ পর্যন্ত যারা মনোনয়ন প্রত্যাশা করছেন- তাদেরমধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আল শাহাদাৎ জামান জিকো, গাইবান্ধা-২ (সদর) আসনে ফিহাদুর রহমান দিবস, এ্যাড. জাকিউল ইসলাম সরকার স্বাধীন, জোবায়ের আহমেদ, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী)্আসনে নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মতিউর রহমান, ডা. জাহাঙ্গীর আলম ডাবলু, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে মাহমুদ মোত্তাকিম, জাহিদ হাসান জীবন, আল-নাহিয়ান সৈকত ও এ্যাড. মুহাম্মদ আশিকুর রহমান মুন। এছাড়া আরও কয়েক জনের নাম শোনা যাচ্ছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়- নতুন সিদ্ধান্ত অনুযায়ী এনসিপির মনোনয়নের জন্য আবেদন করার সর্বশেষ তারিখ আগামী ২০ নভেম্বর।
স্থানীয় সু্ত্ের জানা গেছে- ইতোমধ্যে এনসিপির সম্ভাব্য প্রার্থীরা ভোটের মাঠে প্রচারনায় নেমেছেন। তারা ফেস্টুন সাঁটানোসহ নির্বাচনি এলাকায় উঠান বৈঠক, মতবিনিময় করেছেন।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ বলেন- জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ এসেছে। আর এখান থেকে রাজনৈতিক দল হিসেবে জন্ম হয়েছে এনসিপি। চব্বিশের তরুণরা রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা এনেছে তা অক্ষত রাখতে হলে আমাদের এনসিপির পক্ষে সবাইকে দাঁড়ানোর আহ্বান করছি। তিনি বলেন, গাইবান্ধা-৩ আসনে আমিও মনোনয়ন প্রত্যাশী। এ লক্ষ্যে আমার এলাকার প্রতিটি জায়গায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আগামী দিনে তাদের কি কি দরকার সেক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করেছি। আমি যদি শাপলা কলি প্রতিকে এমপি নির্বাচিত হতে পারি সেই কাজগুলো সুন্দর-সফলভাবে করতে পারব বলে মনে করি।