৪৯তম বিসিএস শিক্ষায় সুপারিশ প্রাপ্ত হয়েছেন উজিরপুরের মুমু

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ০৩:১০ পিএম
৪৯তম বিসিএস শিক্ষায় সুপারিশ প্রাপ্ত হয়েছেন উজিরপুরের মুমু

ঢাকা বিশ্ব বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান মেধাবী শিক্ষার্থী তানজিম আরা মুমু ৪৯তম বিশেষ বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তানজিম আরা মুমু বরিশাল জেরার উজিরপুর উপজেলার ওটরা ইউনয়নের মধ্যওটরা গ্রামের আব্দুল মন্নান মিয়ার মেয়ে। তানজিম আরা মুমুর পিতা আব্দুল মন্নান মিয়া আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা ও মাতা ফারহানা নীনা উজিরপুর উপজেলার মধ্যওটরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বিষয়টি নিশ্চতি করেছেন তানজিম আরা মুমু। 

স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিম আরা মুমু ঢাকা বিশ্ব বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান থেকে অনার্সে ও মাস্টার্স পাস করেছে। ২০২৫ সালে ৪৯তম বিশেষ বিসিএস শিক্ষা ক্যাডারে সুপাশির প্রাপ্ত হয়েছেন। মুমু ওটরা মাধ্য্যমিক বিদ্যালয়ে মেধাবী ছাত্রী। ২০১৬ সালে বরিশাল শিক্ষা বোর্ড থেকে এসএসসি’তে গোল্ডেল জিপিত্র- ৫ ও বৃত্তি পেয়েছিলো। ২০১৮ সালে হাজী তাহের উদ্দিন ইসলামীয়া ডিগ্রী কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেল জিপিত্র- ৫ ও বৃত্তি পায়। ২০২২ তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান থেকে অর্নাসে পাশ করে পরে মাস্টার্স ডিগ্রি লাভ করে। 

তানজিম আরা মুমুুর পিতা আব্দুল মন্নান মিয়া বলেন, আমার মেয়ে ছোট বেলা থেকেই মেধাবী। তার স্বপ্ন ছিলো একদিন সে বিসিএস অফিসার হবে। আজ তার আশা পুরন করেছেন আল্লা।

তানজিম আরা মুমু বলেন, আমি দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাই। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতিন জন্য কাজ করতেচাই। আমার পিতা একজন সহকারী শিক্ষা কর্মকর্তা ও মাতা একজন আদর্শ শিক্ষক। আমি পিতা-মাতার আদর্শে বড় হয়েছি।  তাদের আদর্শ আমি ধারন করে দেশ সেবায় কাজ করে যেতে চাই। আমি দেশ বাশিঁর কাছে দোয়া চাই।

আপনার জেলার সংবাদ পড়তে