সুন্দরগঞ্জে ডায়াবেটিস দিবসের আলোচনা ও র‌্যালি

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ০৫:১৭ পিএম
সুন্দরগঞ্জে ডায়াবেটিস দিবসের আলোচনা ও র‌্যালি

জীবন ব্যাপী ডায়াবেটিস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিশ্ব ডায়াবেটিস দিবস নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. আতিয়ার রহমান সোহাগ, সহকারি ডেন্টাল সার্জন ডাক্তার সাকিব খন্দকার, সিনিয়র নার্স মো. ফজলুল হক সরকার, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, নার্স আল্পনা দত্ত, ফামাসিষ্ট মো. মোফাখারুল ইসলাম ডলার, স্যানিটারি ইন্সেপেক্টর মো. শয়ন মিয়া, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উপজেলার এলাকা ব্যবস্থাপক ইয়াসমিন নাহার, ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রন প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. মুন্না হোসেন প্রমুখ। বক্তাগণ বলেন, ডায়াবেটিস একটি মারাত্বক ব্যাধি। গ্রাম-গঞ্জের অনেকে এর ভয়াবহতা জানেন না। ডায়াবেটিসের কারণে নানাবিধ রোগ-ব্যাধির জন্ম হয়। সে কারনে নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করা উচিত এবং নিয়ম কানুন মেনে চলা অত্যন্ত জরুরী। অলসয়তা দূর করে প্রতিনিয়ত পরিশ্রম এবং খাদ্যাভাসের পরিবর্তন বডায়াবেটিসকে অনেকটা কমিয়ে আনে। ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক বলেন, প্রত্যন্ত অঞ্চলে ডায়াবেটিস সেবা সহজলভ্য করতে নিয়মিত কাজ করছেন ব্র্যাক। সকলকে ডায়াবেটিসের সচেতনতা বাড়িয়ে জটিল রোগ থেকে মুক্ত থাকার আহবান জানান তিনি। পরে একটি র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ করেন। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারী অংশ গ্রহন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে