দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ রোববার (১৬ নভেম্বর) বিকেল তিনটায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার দিনাজপুর এর উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন জেলার ১৩টি উপজেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোরশেদ আলী খান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করন তৃতীয় পর্যায়ে প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার (ইএসডিও) মো. আবু বক্কর সিদ্দিক ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি।
জেলা পর্যায়ে কার্যক্রমের অগ্রগতি, সমূহ এবং শিক্ষনীয় দিকসমূহ পর্যালোচনা এবং করণীয় বিষয়ে দিক নির্দেশনা ছাড়াও গ্রাম আদালতের সক্রিয় করণে উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপসমূহ, উপজেলা ভিত্তিক গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা অগ্রগতি, তুলনামূলক পিছিয়ে পড়া ইউনিয়ন সমূহের বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ এবং করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও ইউনিয়ন পর্যায়ে বিদ্যমান সমস্যা, প্রস্তাবিত প্রস্তাবনা বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এর বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-তৃতীয় পর্যায় প্রকল্প বাস্তাবয়ন করছে। উক্ত অর্থ-বার্ষিক সমন্বয় সভায় ১৩টি উপজেলার ১০৩ টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগন উপস্থিত ছিলেন।