সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইনে বর্জ্য থেকে সম্পদ তৈরীর প্রতিযোগিতা

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) :
| আপডেট: ১৬ নভেম্বর, ২০২৫, ০৮:২৯ পিএম | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ০৮:২৬ পিএম
সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইনে বর্জ্য থেকে সম্পদ তৈরীর প্রতিযোগিতা

নওগাঁ ধামইরহাটে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রোগ্রামে চিত্রাঙ্কন ও বর্জ্য থেকে সম্পদ তৈরীর প্রতিযোগিতা অনুষ্ঠিতহয়েছে।  ১৬ নভেম্বর (রোববার) মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল এন্ড কলেজে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)এর আয়োজনে সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিতকরণের লক্ষে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন চিত্রাঙ্গন প্রতিযোগিতা, ব্যবহৃত প্লাস্টিক ও কাগজ দিয়ে হস্তশিল্প তৈরী কর্মসূচী অনষ্ঠিত হয়। মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জামাল উদ্দীন এর সভাপতিত্বে ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহানপুর ইউপি চেয়ারম্যান  মোঃ গোলাম কিবরিয়া।   এছাড়াও উপস্থিত ছিলেন মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক শিক্ষিকাবন্দ ও সকল ছাত্র-ছাত্রীবৃন্দ এবং ইএসডিও’র উপজেলা কোঅর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী। অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান গ্রহনকারীসহ মোট ৭০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে