বাগমারায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

এফএনএস (বাগমারা, রাজশাহী)
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬, ০২:৪১ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০২:৪১ পিএম
বাগমারায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহীর বাগমারা উপজেলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় উপজেলা নির্বাচন অফিস, বাগমারার উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী পুলিশ সুপার নাঈমুল হাসান, রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার, সেনাবাহিনীর মেজর আসিফ রায়হান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলমসহ রাজশাহী জেলার বিভিন্ন নির্বাচন কর্মকর্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাগমারা উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রাজ্জাক। প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব, ভোটগ্রহণ পদ্ধতি, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের অধিকার নিশ্চিতকরণ এবং নির্বাচন আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালায় বাগমারা উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ অংশগ্রহণ করেন।
আপনার জেলার সংবাদ পড়তে