সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক আফরোজাকে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০২:৩৭ পিএম
সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক আফরোজাকে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আখতারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সূর্যসন্তানরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালেই মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। সেখানে জেলা প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে সাতক্ষীরায় স্বাগত জানান এবং তাঁর দায়িত্বশীল পদে সাফল্য কামনা করেন।

মুক্তিযোদ্ধারা বলেন, সাতক্ষীরা একটি উপকূলীয় ও দুর্যোগপ্রবণ জেলা। এখানকার মানুষের উন্নয়ন, মুক্তিযোদ্ধাদের কল্যাণ, যুবসমাজকে সঠিক পথে অনুপ্রাণিত করা, সাইবার নিরাপত্তা জোরদার করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা-এসব ক্ষেত্রে নতুন ডিসির নেতৃত্বে ইতিবাচক অগ্রগতি হবে বলে তারা আশাবাদী।

শুভেচ্ছা গ্রহণ করে জেলা প্রশাসক আফরোজা আখতার মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই দেশের শ্রেষ্ঠ সন্তান আপনাদের প্রতি সম্মান জানাতেই আমার সবচেয়ে বড় গর্ব। সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও সেবা প্রদানে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক রফিকুজ্জামান খোকন, সদর উপজেলা শাখার আহ্বায়ক শফিক আহমেদ, জেলা শাখার সাংগাঠনিক সচিব মিজানুর রহমান, জেলা শাখার সদস্য আব্দুল মোমেন, আব্দুল গণি, কামরুজ্জামান বাবু, জিল্লুর করিম, সিদ্দিকুর রহমান, কালিদাস রায়, কাজী নাসির উদ্দীন, শামসুল আলম, ইসাহাক গাজী, মোহাম্মদ আলী, আব্দুল জব্বার, নজির আহমেদ প্রমুখ।

জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর মুক্তিযোদ্ধাদের এমন শুভেচ্ছা সাতক্ষীরায় এক উষ্ণ ও ইতিবাচক পরিবেশ তৈরি করেছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে