ভূরুঙ্গামারী সোনাহাট সড়কে দূর্ঘটনায় ট্রলি ড্রাইভার নিহত

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৭:৩৪ পিএম
ভূরুঙ্গামারী সোনাহাট সড়কে দূর্ঘটনায় ট্রলি ড্রাইভার নিহত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সোনাহাট স্থলবন্দর সড়কের মৃত্যু ফাঁদ খ্যাত 'ঘুন্টিঘর' এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালকের নাম মজিবর রহমান (৪০)। নিহত মজিবর উপজেলার বাগভান্ডার গ্রামের আফসার উদ্দিনের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাহাট স্থলবন্দর থেকে পাথর ভর্তি তিন চাকার একটি দ্রুতগামী ট্রলি বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে সাইড দিতে গেলে উল্টে যায়। এতে মোটর সাইকেল আরোহী বেঁচে গেলেও ট্রলি চালক পাথর ভর্তি ট্রলির নিচে চাপা পরেন। লোকজন ছুটে এসে পাথর সরিয়ে চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠালে চিকিৎসা চলাকালীন অবস্থায় সেখানে তিনি মারা যান। ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এলাকাবাসীরা জানান, সোনাহাট সড়কের ঘুণ্টিঘর জায়গাটি অত্যন্ত দুর্ঘটনা প্রবন হওয়ায় এখানে প্রতি মাসে গড়ে একজনের প্রাণহানী ঘটে। গত তিন মাসে দুজন শিশুসহ চার জনের প্রাণহানী হয়েছে বলে এলাকার লোকজন জানান। তাদের অভিযোগ, দুর্ঘটনা ঠেকাতে স্পিড ব্রেকার স্থাপনের দাবীতে বার বার মানব বন্ধন করলেও কোন ব্যবস্থা নেয়নি সড়ক কর্তৃপক্ষ। এখন সড়কে প্রাণ বাঁচাতে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী এলাকার জনগনর।
আপনার জেলার সংবাদ পড়তে