ত্রিশালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৭:০৬ পিএম
ত্রিশালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ৩৩তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে।

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন উপজেলা শাখার আয়োজনে দরিরামপুর তরফদার পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার ২৫টি মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী জামিয়া সাওতুল হেরা মাদরাসার প্রিন্সিপাল মুফতী জহিরুল ইসলাম। 

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু তাহের মিসবাহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মুজাম্মেল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বর্ষিয়ান আলেম হাফেজ আজিজুল হক, তালিমুস সুন্নাহ কওমী মাদরাসার প্রিন্সিপাল মুফতী সাইফুল ইসলাম, মোহাম্মদিয়া তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ নাজমুল হাসান, দারুল উলূম কওমী মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা ইদ্দিস আলী, মাদরাসারতুল মানার লি তাহফিজুল কুরআনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তোলে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে