জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে গণমিছিল বের হয়। সাবেক ছাত্রদল নেতা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসর প্রাপ্ত সচিব একেএম ইহসানুল হক মঞ্জু মিছিলের নেতৃত্ব দেন। ২৩ নভেম্বর বিকেল ৫টার দিকে শহিদ মিনার থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেসে চৌরাস্তা মোড়ে পথ সভায় বক্তব্য রাখেন-বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত সচিব একেএম ইহসানুল হক মঞ্জু। গণমিছিলে বিএনপি’র প্রতিষ্ঠাতাকালের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।