হাজী ইসরাঈল মেহেরুন্নেসা টেকনিক্যাল ইনস্টিটিউট পরিচালনা পর্ষদের নতুন কমিটি গঠন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ২৫ নভেম্বর, ২০২৫, ০৭:০৬ পিএম | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:৪৪ পিএম
হাজী ইসরাঈল মেহেরুন্নেসা টেকনিক্যাল ইনস্টিটিউট পরিচালনা পর্ষদের নতুন কমিটি গঠন

কিশোরগঞ্জের কারিগরি শিক্ষাঙ্গনে অন্যতম স্বতন্ত্র বিদ্যাপীঠ হাজী ইসরাঈল মেহেরুন্নেসা টেকনিক্যাল ইনস্টিটিউট এর পুনরুজ্জীবিত করণের লক্ষে বিদ্যালয় পরিচালনার জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের উত্তরপাড়াস্থ রেল ক্রসিং সংলগ্ন বিদ্যালয়ে আয়োজিত সভায় সর্ব সম্মতিক্রমে নতুন পরিচালনা পর্ষদের এ কমিটি গঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাজী ইসরাঈল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কমিটি গঠিত হয়। এ সময় সর্বসম্মতিক্রমে মহিনন্দ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সমাজকর্মী মো: মুজিবুর রহমান খোকনকে সভাপতি ও সমাজসেবক মো: রতন মিয়াকে সাধারণ সম্পাদক করে একটি পুর্ণাজ্ঞ কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটিতে অন্যন্য পদে যারা রয়েছেন তারা হলেন, সহসভাপতি ইঞ্জিনিয়ার মো: কামরুল হাসান বাদল, মো: শাহ আলম নয়ন, সহ সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিন। এলাকাভিত্তিক সম্মানিত কার্যকরী সদস্যরা হলেন মো. ফাইজুল ইসলাম, মো: তৈয়ব উদ্দিন, উজ্জল মিয়া (ভাস্করখিলা), আল ফারুক , জহিরুল ইসলাম রিপন তাজুল ইসলাম (গালিম গাজী), সংগঠক ও সমাজ কর্মী মো: আমিনুল হক সাদী ও এনামুল হক বাবুল  (গোয়ালাপাড়া), আ.খালেক (নয়াপাড়া), মো. নাছির উদ্দিন (আগপাড়া), মো. জসিম উদ্দিন পাঠান (কাশোরারচর), মো.রুহুল আমিন (হাজী বাড়ি), মো. মোশাররফ হোসেন (ভাটোয়াপাড়া), মো.আব্দুল্লাহ আল মামুন (বড়খাপন),আবু সুফিয়ান (চরপাড়া),  মো. খায়রুল ইসলাম, রাজু আহমেদ,দু:খু মিয়া (উত্তরপাড়া), মো: টুটুল মিয়া (কলাপাড়া নয়াবাড়ি), মো.বাবু ভুইয়া (মাইজপাড়া)। সভায় জানানো হয় কারিগরি নীতিমালা অনুযায়ী হাজী ইসরাঈল মেহেরুন্নেসা টেকনিক্যাল ইনস্টিটিউট এর জন্য আরও কয়েকটি উপ কমিটিও গঠন করা হবে। 

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাজী ইসরাঈল মিয়া বলেন,আমার দীর্ঘ বছরের শ্রম ও লালিত স্বপ্নের প্রিয় প্রতিষ্ঠানটিকে শিক্ষার্থীদের জন্য মুখরিত করতে সকলের সম্মিলিত কার্যকরী প্রয়াস প্রয়োজন। যারা এগিয়ে এসেছেন আমি সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

নব গঠিত পরিচালনা কমিটির সভাপতি সমাজকর্মী মো: মুজিবুর রহমান খোকন বলেন, আমাদের মহিনন্দের এতদাঞ্চলের একমাত্র কারিগরি কলামে বিভিন্ন ট্রেডে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টিকে নতুন আঙ্গিকে ঢেলে সাজাতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে