চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহর উদ্বোধন সম্পন্ন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৯:০০ পিএম
চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহর উদ্বোধন সম্পন্ন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫খ্রি. এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত পশু প্রদর্শনী মাঠে এক আলোচনা সভা করেন।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ রেফায়েত উল হাসান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.হাফিজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) যায়েদ হোছাইন। সভাটি সঞ্চালনা করেন ভেটেরিনারি ডা. মোঃ রবিউল ইসলাম।

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এ মূল প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ জাহিদ তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সাংবাদিক আবদুস সালাম মোল্যা, লিয়াকত আলী লাভলু ও খামারী সোহাগ হোসেন প্রমুখ।

বক্তারা, বেকারত্ব দূরীকরন ও প্রাণিজ  প্রোটিনজাত খাদ্য উৎপাদনে নতুন নতুন খামারী ও উদ্যোক্তা তৈরীর উপর গুরত্বারোপ করেন। মোট ৩০টি ষ্টল দিয়ে এ বছরের প্রদর্শনি সাজানো হয়। এর মধ্যে ২৮টি ষ্টলে গরু ছাগল হাঁস মুরগী ও পোষা প্রাণি এবং ১টি প্রযুক্তি ও ১টি পশু ঔষধ সহ মোট ৩০টি ষ্টল দিয়ে মেলাটি সাজানো হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে