চরভদ্রাসনে এক ভূঞা ম্যাজিষ্ট্রেট গ্রেফতার ১৫ দিনের দন্ড

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৪:৫৩ পিএম
চরভদ্রাসনে এক ভূঞা ম্যাজিষ্ট্রেট গ্রেফতার ১৫ দিনের দন্ড

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে প্রতারনা কালে বৃহস্পতিবার দুপুরে এক ভূঞা ম্যাজিষ্ট্রেটকে গ্রেফতার করে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কশিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যায়েদ হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে উক্ত ভূঞা ম্যাজিষ্ট্রেটকে গ্রেফতারের পর দন্ড দেওয়া হয়। অভিযানের অন্যরা হলেন-চরভদ্রাসন থানার এসআই গোলাম হোসেন ও মোবাইল কোর্ট পেশকার রাসেল মুন্সি প্রমূখ। আর দন্ড প্রাপ্ত ভূঞা ম্যাজিষ্ট্রেট হচ্ছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়নপুর গ্রামের মৃত মুন্সি আকবর আলীর ছেলে শাহরিয়ার জাহান (৪৫)। তাকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৯ ধারায় ১৫ দিনের জেল দেন ভ্রাম্যমান আদালত। 

জানা যায়, ঘটনার দিন উক্ত ভূঞা ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার জাহান উপজেলার মৌলভীরচর বাজারের সুব্রত জুয়েলার্সে ঢুকে নিজেকের ডিসি অফিসের ম্যাজিষ্ট্রেট বলে আত্ন পরিচয় দেয়। এ সময় তিনি স্বর্ণের দোকানের লকাড় খুলার হুকুম দিয়ে বিভিন্ন অলংকার যাচাই করার ভান করেন। কিন্ত বাজারের উপস্থিত লোকজন ম্যাজিষ্ট্রেট পরিচয়দানকারীর গতিবিধি দেখে সন্দেহ করেন। পরে স্থানীয়রা প্রশাসনে খবর দেন। এ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও সংশ্লিষ্ট প্রশাসন উক্ত বাজারে দ্রুত ছুটে যান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ভূঞা ম্যাজিষ্ট্রেটকে ১৫ দিনের জেল দেন। একই দিন ভূঞা ম্যাজিষ্ট্রেটকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে