জামালপুর ইসলামপুরে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৫:৪৮ পিএম
জামালপুর ইসলামপুরে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জামালপুরের ইসলামপুর বিএনপির দুই গ্রুপের বিরোধ তীব্র আকার ধারণ করেছে। উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও দলীয় মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু গ্রুপ এবং মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ গ্রুপের মধ্যকার দাঙ্গা হাঙ্গামা পরিণত হয়েছে।উত্তেজনাকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর সন্ধ্যা মারামারি ঘটনাকে কেন্দ্র করে ২৭ নভেম্বর বৃহস্পতিবার পৃথক স্থানে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ফরহাদপন্থী নেতারা অভিযোগ করেন, বুধবার বিকালে মলমগঞ্জ বাজার এলাকায় বাবু-সমর্থিত কর্মীরা তাদের চার নেতাকর্মীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত শুভকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করতে হয়েছে। 

এ বিষয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ সংবাদ সম্মেলনে বলেন, উৎপেতে থেকে আমাদের কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, বিভিন্ন অনলাইন মাধ্যমে গ্রুপ দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

অন্যদিকে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাবু গ্রুপের পক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব এসব অভিযোগকে সাজানো নাটক বলে অভিহিত করেন। তিনি বলেন, ঘটনার দিন এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছিল, যা দুঃখজনক। কিন্তু এটিকে রাজনৈতিক রঙচঙে করে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আমাদের নেতাকর্মীরা কোনো ধরনের পরিকল্পিত হামলায় জড়িত নয়।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ নিজেদের অন্তর্দ্বন্দ্ব আড়াল করতে এবং রাজনৈতিক সুবিধা নিতেই এসব ভিত্তিহীন অভিযোগ করছে। বিএনপির সাংগঠনিক ঐক্য নষ্ট করার অপচেষ্টা হিসেবেও তিনি এসব অভিযোগকে তুলে ধরেন।

ইসলামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি এ কে এম শহিদুর রহমান বলেন, মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পাশে রয়েছে উপজেলা বিএনপি এবং এর সকল সহযোগী ও অঙ্গ সংগঠন। আমরা একটি প্রতিষ্ঠান সংগঠনের প্রতিনিধিত্ব করি আর তিনি একজন ব্যক্তি। সুতরাং প্রতিষ্ঠান হয়ে কোনো ব্যক্তির ওপর আক্রমণ আমাদের চরিত্র নয়। বরং আমরা সংগঠনের নীতিমালার মধ্যেই দলীয় প্রার্থীকে সহযোগিতা করছি।

এদিকে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও অবস্থান ইসলামপুরে রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ নেতাকর্মী ও স্থানীয় রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে