বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে রোববার (৫ জানুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৪ সদস্যের বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে গতকাল শনিবার (৪ জানুয়ারি) লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আবেদনে রাষ্ট্রপক্ষ বলে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তা সঠিক হয়নি।
বিএনপির আইনজীবীরা বলছেন, আরও ১৮-১৯টি মামলা খারিজ হলে সব মামলা মুক্ত হবেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় সবাই, তবে মামলার ওপর তা নির্ভর করছে না।
তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কিছু মামলা হয়েছিল। যে মামলার এফআইআরে তার নাম ছিল না। এরপরও রাজনৈতিক উদ্দেশ্যে এবং হেয়প্রতিপ্রন্ন করতে এসব মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছিল। পরবর্তীতে সেই মামলাগুলো হাইকোর্ট স্টে করেন, পরে রুল ইস্যু করেন। কয়েকমাস আগে আমরা রুলের শুনানি করি এবং হাইকোর্ট মামলাগুলো বাতিল করে দেন। তবে রাষ্ট্রপক্ষ রায়ের বিরুদ্ধে লিভ টু অপিল করে।’
তিনি আরও বলেন, ‘আজ দুপক্ষের শুনানি শেষে আপিল আবেদনটি খারিজ করে দেন। ফলে বাতিলের রায় কার্যকর থাকল। এই রায় থেকে প্রমাণিত হয় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে এক এগারোরা সরকার এরপর শেখ হাসিনার সরকার মিথ্যা মামলা করেছিল।’
প্রসঙ্গত, ২০০৭ সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করেন। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় আবেদন করা হয়।